খুলনা জেলার ডুমুরিয়া থানাধিন বানিয়াখালী গ্রামে যৌতুকের দাবিতে সদ্য প্রসূতি স্ত্রী মিথিলা বেগমকে শারীরিক নির্যাতন করেছেন স্বামী মো. বিল্লাল খান (২৭)। মারাত্মক আহত অবস্থায় মিথিলাকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় মিথিলার পরিবার ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, খুলনা জেলার ডুমুরিয়া থানাধিন টোলনা গ্রামের আবুল বাশার মোল্যার মেয়ে মোছা. মিথিলা বেগম এর সঙ্গে ৩ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় বানিয়াখালী গ্রামের মো. মুস্তাক খানের ছেলে মো. বিল্লাল খানের। ৪ মাস আগে তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। বিয়ের পর থেকেই বিল্লাল বাবা-মা ও দাদীর কুপরামর্শে যৌতুকের দাবিতে স্ত্রী মিথিলার উপর শারীরিক নির্যাতন করতে থাকে। নির্যাতন থেকে রেহাই পেতে মিথিলা পিত্রালয় থেকে বিভিন্ন সময় ৭০ হাজার টাকা, স্বার্ণালংকার ও আসবাবপত্র এনে দিয়েছে। এরপরও থামেনি তাদের অত্যাচার। গত ২৬ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে বিল্লাল ও তার পরিবার যৌতুকের দাবিতে মিথিলাকে মারপিট করে শিশু সন্তানসহ বাড়িতে বের করে দেয়। সংবাদ পেয়ে মিথিরার পরিবার মারাত্মক আহত অবস্থায় তাকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মিথিলা স্বামী মো. বিল্লাল খান, পিতা-মাতা মো. মুস্তাক খান ও মোসা. মনোয়ারা বেগম এবং দাদী মোসা. খালেদা বেগম এর বিরুদ্ধে ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, বানিয়াখালী গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী মিথিলা বেগমকে শারীরিক নির্যাতনের ঘটনায় লিথিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা মিললে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হবে।