জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার(৭ ফেব্রুয়ারি) দুপুরে এ আদালত পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলার সহকারি পরিচালক শিকদার শাহিনুর আলম।
অভিযানকালে উপজেলার বিভিন্ন বাজার এলাকা তদারকি করার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করার অপরাধে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এছাড়া কয়েকটি পয়েন্টে টিসিবির ট্রাক সেল কার্যক্রম তদারকি করা হয়। ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিং, লিফলেট ও প্যামপ্লেট বিতরণ করা হয়। এ সময় সার্বিক সহযোগিতা করেন ৩এপিবিএন ও ক্যাব প্রতিনিধিরা।