সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ’র সফল প্রকল্পটি নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় ও কৃষি সম্পসারণ অধিদপ্তর এর কারিগরি সহযোগীতার মাধ্যমে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় নিরাপদ সবজি উৎপাদন ও বাজার জাতকরণ নিয়ে ২০১৪ সাল থেকে কাজ করে যাচ্ছে।
খুলনা জেলার ডুমুরিয়া অঞ্চলের সবজি দেশীয় বাজারে বাজারজাতকরণ করার পাশাপাশি রপ্তানি কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে অদ্য ২৭ অক্টোবর ২০২০ তারিখে বাংলাদেশ ফ্রুটস্ এন্ড ভেজিটেবল এন্ড অ্যালাইড প্রডাক্টস্ এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন এর সভাপতি এস. এম. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক জনাব মোঃ মনছুর হোসেন, রপ্তানি কারক মোঃ আবুল হোসেন (প্রোপাইটর- লী এন্টারপ্রাইজ) নাজমুল হায়দার ভুইয়া (এনএসবি ভ’ইয়া কর্পোরেশন), সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র ম্যানেজার-সাপ্লাই চেইন এন্ড বিজনেস ডেভেলপমেন্ট মোঃ মুজিবুল হক ডুমুরিয়া উপজেলা এর সফল প্রকল্পের সবজি রপ্তানি ক্লাস্টার ও টিপনা ভিলেজ সুপার মার্কেট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে আর ও উপস্থিত ছিলেন মো: হাফিজুর রহমান উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা, মো: মোছাদ্দেক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা, ডুমুরিয়া, খুলনা, আব্দুস সালাম তরফদার, জেলা বিপণন কর্মকর্তা, খুলনা ।
এসময়ে সম্মানিত অতিথিবৃন্দ নিরাপদ পদ্ধতিতে সবজি চাষ দেখার পাশাপাশি রপ্তানিযোগ্য সবজি উৎপাদনকারী কৃষক ও কালেকশন পয়েন্ট এর উদ্যোক্তাদের সাথে মত বিনিময় করেন এবং সবজি সংগ্রহ, সর্টিং, গ্রেডিং, প্যাকেজিং প্রক্রিয়া, ডেইরির চিলিং সেন্টার, সবাজি ও মাছের ট্রেডিং প্রক্রিয়া সরজমিনে দেখেন। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সবজি রপ্তানি সহায়ক বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন মোছা: সুরাইয়া খাতুন, প্রোগ্রাম ম্যানেজার, খুলনা ও ড. নাজমুন নাহার, কমোডিটি ম্যানেজার- ফ্রুটস্ এন্ড ভেজিটেবল, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/কেএম