ডুমুরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি মারা যায়। সে ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের ফারুক হোসেন গোলদারের শিশু পুত্র শান গোলদার।
শিশুটির দাদা আব্দুল মজিদ গোলদার জানায়, বেলা ১১টায় পুত্রবধূ তার দাদুভাইকে উঠানে ছেড়ে দিয়ে দিয়ে পাশে কাজ করছিল। এ সময় সে হাটতে হাটতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে মৃত অবস্থায় পানির উপর ভেসে ওঠে।
এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকাল ৩টার দিকে শিশুটির নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
খুলনা গেজেট/ এস আই