খুলনা, বাংলাদেশ | ৯ কার্তিক, ১৪৩১ | ২৫ অক্টোবর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১২৯
  সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর উপদেষ্টা পরিষদের বৈঠকে সিন্ধান্ত
  তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে তিন রিভিউ আবেদনের শুনানি ১৭ নভেম্বর

ডুমুরিয়ায় দেদারসে চলছে থ্রী হুইলার, প্রতিনিয়ত ঘট‌ছে দুর্ঘটনা

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গল্লামারী-চুকনগর পর্যন্ত অবাধে মহাসড়কে চলাচল করছে থ্রী-হুইলার যানবাহন। যে কারণে ঘটছে প্রতিনিয়ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। অদক্ষ ড্রাইভার, ফিটনেসবিহীন গাড়ী, ট্রাফিক আইনের কোনো ধারণা নাই এমন ড্রাইভার মহাসড়কে থ্রী-হুইলার যানবাহন নিয়ে ঝুঁকির মধ্যে ফেলছে যাত্রীদের জীবন। কোনোভাবেই থামছে না তাদের দৌরাত্ম্য।

খোঁজ নিয়ে জানা যায়, ডুমুরিয়া থেকে গল্লামারী পর্যন্ত প্রায় ১৫০টি মাহেন্দ্র প্রতিদিন চলাচল করে। তারা অবৈধভাবে মহাসড়কের ফুটপাত দখল করে স্ট্যান্ড তৈরি করে নিয়েছে ডুমুরিয়ায়।

বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, তাদের এ সমস্ত অবৈধ যান চলাচলে রাজনৈতিক এবং প্রশাসনিক আশীর্বাদ রয়েছে।

নাম প্রকাশ না করা সত্ত্বে অনেক মাহেন্দ্রা চালক বলেন, ডুমুরিয়া থেকে গল্লামারী পর্যন্ত আমরা প্রায় ১৫০ জন মাহেন্দ্রা চালক। প্রত্যেকদিন গাড়ি প্রতি আপ-ডাউনে ৪০ টাকা করে চাঁদা দিতে হয়। সেক্ষেত্রে প্রতি ড্রাইভার ৩/৪ টি টিপ পায়। এতে প্রতিদিন চাঁদা ওঠে প্রায় ১৮/২৪ হাজার টাকা। এছাড়া মাসিক চাঁদা দিতে হয় ১ হাজার টাকা। ১৫০টি গাড়ি থেকে মোট মাসিক চাঁদা আদায় ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়াও রয়েছে প্রতিটি গাড়ির ভর্তি বাণিজ্য। সেক্ষেত্রে গাড়ি প্রতি ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। যে দিতে পারে না তাকে গাড়ি চালাতে দেওয়া হয় না। এই চাঁদার টাকা কি হয় কোথায় যায় চালকেরা কিছুই জানে না। আমরা চালক, অসহায় গরিব মানুষ। ধার-দেনা, কিস্তি করে গাড়ি কিনে আমাদের সংসার চলে না। অথচ প্রতিদিন স্ট্যান্ডের চাঁদা দিতে হয়। এরপরও রয়েছে পুলিশের ঝামেলা। মহাসড়কে চলাচল করতে গিয়ে পুলিশ মামলা দেয় এবং মাহেন্দ্রা আটক করে। সেক্ষেত্রে যে সমস্ত নেতারা টাকা নেয় তাদেরকে বললে কোনো ফল হয় না।

খুলনা থেকে ডুমুরিয়ায় চলাচলকারী যাত্রীদের সাথে কথা বললে তারা জানান, প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ডুমুরিয়া থেকে খুলনায় যাতায়াত করতে হচ্ছে। ডুমুরিয়া এখন সড়ক দুর্ঘটনার মৃত্যুকূপ হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে যেসব অবৈধ থ্রী-হুইলার যানবাহন সরকারি নির্দেশনা অমান্য করে মহাসড়কে চলাচল করছে। তাদেরকে সহোযোগিতা করছেন এক শ্রেণীর অসাধু রাজনৈতিক নেতা ও পুলিশ প্রশাসন। আমরা এর প্রতিকার চাই। এ কারণে গত ২৬ সেপ্টেম্বর ট্রাকের ধাক্কায় মাহেন্দ্র খাদে পড়ে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। এরপর ২৯ সেপ্টেম্বর বৃদ্ধ, ৫ অক্টোবর ফুটবল খেলোয়াড় ও ১৬ অক্টোবর মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় মারা যায়।

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক খান মহিদুল ইসলাম বলেন, ‘নিরাপদ সড়ক চাই একটি জাতীয় সামাজিক সংগঠন। আমরা প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা রোধে কাজ করে চলেছি। কিন্তু কিছু স্বার্থান্বেসী মহল ব্যক্তিস্বার্থের জন্য সড়ক প্রশাসনের সঙ্গে যোগসাজশে সরকারি নির্দেশনা অমান্য করে সড়কে অনিয়ম চালিয়ে যাচ্ছে। যে কারণে মহাসড়কে অবৈধ থ্রী-হুইলার যানবাহন চলাচল থামছে না। আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সাথে সাথে সকলকে সতর্ক ও সচেতন হয়ে পথ চলার আহ্বান জানাই।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!