ডুমুরিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্রের বাছাইয়ের শেষ দিনে গতকাল যাচাই বাছাই শেষে সদস্য ও সংরক্ষিত পদে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কলোল বিশ্বাস জানান, ডুমুরিয়া সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সদস্য পদে খান আবু বক্কার এর ভিলারসীপ থাকায় এবং ধামালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে বয়স কম থাকায় ফারজানা খাতুন এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। উপজেলার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৩ জন, সাধারন সদস্যপদে ৫৪৬ টি সংরক্ষিত পদে ১৬২টি মনোনয়নপত্র জমা পড়ে।
উল্লেখ্য আগামী ২৬ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৭ তারিখ প্রতীক বরাদ্ধ ও ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এএ