আগামী ১১ নভেম্বর ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে যাদেরকে ধানমন্ডি কার্যালয় থেকে নৌকা প্রতীক দেয়া হয়েছে।
এরা হলেন ১ নং ধামালিয়া ইউনিয়নে রেজোয়ান হোসেন মোল্যা, ২ নং রঘুনাথপুর ইউনিয়নে খান সাকুর উদ্দিন, ৩ নং রুদাঘরা ইউনিয়নে মোস্তফা কামাল খোকন, ৪ নং খর্নিয়া ইউনিয়নে আফরোজা খানম (মিতা), ৫নং আটলিয়া ইউনিয়নে অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, ৬ নং মাগুরাঘোনা ইউনিয়নে শেখ রফিকুল ইসলাম হেলাল, ৭ নং শোভনা ইউনিয়নে সরদার আব্দুল গনি, ৮ নং শরাফপুর ইউনিয়নে এইচ এ আই এম উবাঈদ উল্লাহ, ৯ নং সাহস ইউনিয়নে শেখ আব্দুল কুদ্দুস, ১০ নং ভান্ডারপাড়া ইউনিয়নে ডাঃ হিমাংশু বিশ্বাস, ১১ নং ডুমুরিয়া সদর ইউনিয়নে গাজী মোঃ হুমায়ুন কবির, ১২ নং রংপুর ইউনিয়নে রাম প্রসাদ জোদ্দার, ১৩ নং গুটুদিয়া ইউনিয়নে কাজী আলমগীর ও ১৪ নং মাগুরখালী ইউনিয়নে বিমল কৃষ্ণ সানা।
খুলনা গেজেট/এনএম