খুলনা, বাংলাদেশ | ২২ আশ্বিন, ১৪৩১ | ৭ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১৮
  বিএনপি কর্মী খুনের মামলায় সাবের হোসেন ৫ দিনের রিমান্ডে
  সামিট গ্রুপের আজিজসহ পরিবারের ১১ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ডুমুরিয়ায় সবজিতে স্বস্তি, টমেটোই অস্বস্তি

গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া

সপ্তাহের ব্যবধানে ডুমুরিয়া বাজারগুলোতে শিমের দাম কমে অর্ধেকে নিচে নেমে এসেছে। তবে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো। কিছু সবজির দাম বাড়লেও বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত রয়েছে।

বুধবার ডুমুরিয়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২৫থেকে ৩০ টাকা দরে। এক সপ্তাহ আগেও শিমের কেজি ছিল ৯০ থেকে ১০০টাকা। শিমের পাশাপাশি মুলার দামও কিছুটা কমেছে। গত সপ্তাহে ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া মুলা এখন বিক্রি হচ্ছে ২০ টাকা কেজিতে।

শিম ও মুলার দাম কমার বিষয়ে ডুমুরিয়া বাজারের ব্যবসায়ী আব্দুল জলিল শেখ বলেন, বাজারে শিম ও মুলার সরবরাহ বাড়ায় দাম কমেছে। সামনে দাম আরও কমবে। কয়েক দিনের মধ্যেই শিম হয়তো ১০/১৫টাকা কেজিতে পাওয়া যাবে।

শিম-মুলার দাম কমলেও আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো। গত সপ্তাহের মতো পাকা টমেটোর কেজি এখন ১০০ থেকে ১২০ টাকা। আর গাজর বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০টাকা কেজি দরে।

তবে বাজারে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ সবজির দাম। একই সঙ্গে মাছ, আলু ও পেঁয়াজের দামেও পরিবর্তন আসে নি। কিছুটা কমেছে মুরগির দাম। ব্যবসায়ীরা ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি করছেন ১৫৫ থেকে ১৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৬০ থেকে ১৬৫ টাকা। এ হিসেবে সপ্তাহের ব্যবধানে কমেছে ৫থেকে ১০ টাকা। চার সপ্তাহের ব্যবধানে এ দাম কমেছে কেজিতে প্রায় ৩০ টাকা। সপ্তাহ চারেক আগে ব্রয়লার মুরগির কেজি ছিল ১৮৫থেকে ১৯০টাকা।

ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও পাকিস্তানি কক বা সোনালী মুরগি ও লাল লেয়ার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৯০থেকে ৩২০টাকা। লাল লেয়ার মুরগি কেজি বিক্রি হচ্ছে ২৪০থেকে ২৫০টাকা।

মুরগির দাম বিষয়ে ব্যবসায়ী সোহেল রানা বলেন, দিন যত যাচ্ছে বাজারে ব্রয়লার মুরগির সরবরাহ বাড়ছে। আমাদের ধারণা এ কারণেই দাম কমছে। পাইকারি বাজারে যা শুনছি। সামনে হয়তো ব্রয়লার মুরগির দাম আরও কমবে।

মুরগির দাম কমলেও সপ্তাহের ব্যবধানে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহের মতো ফার্মের মুরগির ডিমের ডজন ৯০থেকে ১০০টাকা বিক্রি হচ্ছে। আর পেঁয়াজের কেজি গত সপ্তাহের মতো ৫০থেকে ৬০টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে পটল, বরবটি, ফুলকপি ও বাঁধাকপির দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। পটলের কেজি ৪০থেকে ৫০টাকা, বরবটি ৪০থেকে ৫০টাকা, ফুলকপি প্রতি কেজি ২০থেকে ৩০টাকা এবং বাঁধাকপির পিস ২০থেকে ২৫টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে দাম অপরিবর্তিত থাকার তালিকায় থাকা অন্য সবজির মধ্যে ঝিঙের কেজি বিক্রি হচ্ছে ২৫থেকে ৩০টাকা। এছাড়া করোলা ৩০থেকে ৩৫টাকা, চিচিঙ্গা ৩০থেকে ৪০টাকা, কাঁচকলা প্রতি কেজি ৩০থেকে ৩৫টাকা, লাল শাকের আঁটি ১০থেকে ১৫টাকা, মুলা শাকের আঁটি ১০টাকা আর পালং শাকের আঁটি বিক্রি হচ্ছে ১০থেকে ১৫টাকায়।

চুকনগর বাজারের মাছ ব্যবসায়ী শফিকুল ইসলাম জানায়, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২২০থেকে ২৫০টাকা কেজি দরে। একই দামে বিক্রি হচ্ছে কাতল মাছও। এছাড়া শিং ও টাকি মাছের কেজি ২৫০থেকে ৩০০টাকা, শোল মাছ ৩০০থেকে ৪০০টাকা, তেলাপিয়া ও পাঙাস ১০০থেকে ১৪০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ মাছের কেজি ১০০০থেকে ১২০০টাকা, নলা মাছ ১৭০থেকে ২০০টাকা কেজি আর চিংড়ির কেজি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, ডুমুরিয়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক বাজার মনিটরিং করা হচ্ছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!