খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক মোহাম্মদ আবু তৈয়ব মুন্সি ও সবুর রানার বিরুদ্ধে চার্জগঠন করা হয়েছে। মঙ্গলবার (৭ জুন) খুলনা সাইবার ট্রাইব্যুনালের বিচারক কনিকা বিশ্বাস আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন। এর আগে এ মামলার তদন্ত কর্মকর্তা তাদের দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
চার্জ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এমএম সাজ্জাদ আলী।
এ আইনজীবী আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ফৌজদারী কার্যবিধি ২০১৮ সালের ২৫/২৯/৩৫ ধারায় প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত তাদের বিরুদ্ধে এ চার্জ গঠন করেন। আগামী ২০ সেপ্টেম্বর এ মামলার বাদী সিটি মেয়র তালুকদাার আব্দুল খালেকের স্বাক্ষ্য নেওয়া হবে। আদলতে তার উপস্থিতির জন্য সমন জারি করেছে। এর আগে ২০২১ সালের ৩১ আগস্ট খুলনা থানার এস আই মো: সাইদুর রহমান তাদের দু’জনকে অভিযুক্ত করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে তাদের বিরুদ্ধে আইন ভঙ্গের প্রমাণ আনা হয়। তিনি আরও বলেন, চার্জ গঠনের আগে তারা দু’জন আদালতে এ মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য আবেদন করেন। কিন্তু আদালত রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে আসামিদের আবেদন না মঞ্জুর করেন।
উল্লেখ্য গত বছর খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেকের নামে সাংবাদিক আবু তৈয়ব মুন্সি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোষ্ট দেন। সেই পোষ্ট শেয়ার করেন দৈনিক লোকসমাজের রামপাল প্রতিনিধি সবুর রানা। যা ২০২১ সালের ১৮ এপ্রিল কেসিসি মেয়রের দৃষ্টিগোচর হয়। এরপর তিনি এই দু’ সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা থানায় মামলা দায়ের করেন, যার নং ২৫, তারিখ ২০/৪/২০২১। বর্তমানে তারা দু’জন জামিনে রয়েছেন।র্
খুলনা গেজেট/ টি আই