যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও খুলনার কৃতী সন্তান ড. মো. মোজাহারুল ইসলামের স্মরণে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল ২২ অক্টোবর সকালে খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ‘ড. মো. মোজাহারুল ইসলাম ও শার্লী ইসলাম ফাউন্ডেশন’ এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শেখ আব্দুল হাসিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান।
খুলনার কৃতী সন্তান মোজাহারুল ইসলাম ১৯৪৩ খ্রিষ্টাব্দের ১ মার্চ খুলনায় জন্মগ্রহণ করেন। খুলনা বিএল কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও বিএসসি অনার্স পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএসসি করেন। পিএইচডি করেন যুক্তরাজ্যের লিভারপুল ইউনিভার্সিটি থেকে। তিনি যুক্তরাজ্যের কুইন মেরি কলেজ, ইউনিভার্সিটি কলেজ ও ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন। ২০০৯ খ্রিষ্টাব্দের ৩ এপ্রিল ক্যামব্রিজে নিজ বাসভবন থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে সেন্ট জনস কলেজের সামনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
খুলনা গেজেট/এনএম