খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

ড. মো. মোজাহারুল ইসলাম স্মারক বক্তৃতা ও শিক্ষাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যের ক্যাম্বব্রীজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রয়াত ড. মো. মোজাহারুল ইসলামের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে খুলনা উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ‘আমাদের সঙ্গীতে স্বদেশ ভাবনা’ শীর্ষক ড. মোজাহারুল ইসলাম স্মারক ববকৃতা অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

ড. মো. মোজাহারুল ইসলাম ও শার্লী ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই স্মারক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো. মাজহারুল হান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক মনিরুল হুদা এবং স্মারক বক্তৃতা করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক আপেল মাহমুদ।

প্রধান অতিথির ভাষণে মনিরুল হুদা বলেন, ড. মোজাহরুল ইসলাম তাঁর শিক্ষা জীবনে যে একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে লেখাপড়া অনুশীলন করেছিলেন তা এ প্রজন্মের শিক্ষার্থীদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি বিদেশে তার গবেষণা ও জ্ঞানচর্চা করলেও স্বদেশের মাটির প্রতি ও স্বদেশের মানুষের প্রতি তার ভালবাসা ছিল অফুরন্ত। তাই’ত তিনি শিক্ষা বিস্তারে বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের জন্যে বৃত্তির ব্যবস্থা করে গেছেন এবং তাঁর শিক্ষকতা জীবনে অর্জিত অর্থের সঞ্চয় হতে খুলনা বিশ্ববিদ্যালয়ে শার্লী ইসলাম লাইব্রেরি প্রতিষ্ঠায় প্রায় ১ কোটি টাকা প্রদান করেন।

আপেল মাহমুদ তাঁর বক্তৃতায় বলেন, স্বাধীনতা অর্জন ও দেশপ্রেমে সচেতনতা সৃষ্টিতে আমাদের সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালকদের অবদানের ফলেই আমাদের দেশাত্মকবোধক গান-এর ভান্ডার খুবই সমৃদ্ধ।

ড. মোহাম্মদ মোজাহারুল ইসলামের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে সকল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করা হয় : মোহাম্মদ আব্দুল আজিম, হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়, খুলনা ; গালিব হাসান, দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, খুলনা ; মোসাঃ মাইশা ফাহমিদা, রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, খুলনা ; সামিনা নওশিন মোড়ল, ধূলগ্রাম মডেল মাধ্যমিক বিদ্যালয়, অভয়নগর, যশোর ; রহিমা ইসলাম, এ.এফ. এম আব্দুল জলীল মাধ্যমিক বিদ্যালয়, তেরখাদা, খুলনা ; এ. এম. মাশরাফি, শাহপুর মাধ্যামিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা ; মো. রাজিন হাসান তাছিন, খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসা, মুজগুন্নি, খুলনা ; সানজিদা আক্তার, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা।

সভার শুরুতে কুরআন তেলায়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ রহমাতুল্লাহ। স্বাগত বক্তব্য দেন এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!