খুলনা, বাংলাদেশ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারতে বাংলাদেশের ৪টি বেসরকারি টেলিভিশনের ইউটিউব বন্ধ করা হয়েছে
ফুলতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর আলোচনা

রবীন্দ্রচিন্তায় সৃষ্ট নান্দনিক ভাব ও ভাষাশিল্প আজ বাংলা সাহিত্যের গৌরবময় অর্জন : খুবি উপাচার্য

গেজেট ডেস্ক

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সাহিত্যকর্মের উৎস ও প্রেরণাস্থল এই সবুজ শ্যামল বাংলাদেশ। এ দেশের তৃণমূল মানুষ, নদী ও নদীতীরের প্রাকৃতিক সৌন্দর্য তার চিন্তা ও মননে যে নান্দনিক ভাব ও ভাষাশিল্প সৃষ্টি করেছিল, সেটাই আজ বাংলা সাহিত্য ও সংস্কৃতির গৌরবময় অর্জন। তিনি শুধু বাংলার সাহিত্যে নয়, বিশ্বসাহিত্যের ইতিহাসেও চিরস্থায়ী হয়ে আছেন।

শুক্রবার (৯ মে) বিকেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসনের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশের প্রকৃতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপাচার্য ফুলতলার দক্ষিণডিহি ও রূপসার পিঠাভোগের সঙ্গে কবিগুরুর গভীর আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যজগতে প্রকৃতি শুধুমাত্র পটভূমি নয়, বরং একটি স্বতন্ত্র চরিত্র হয়ে উঠেছে। তিনি বাংলার মাঠ-ঘাট, নদী, বৃক্ষ, ঋতু পরিবর্তন- এই সবকিছুকে হৃদয়ের গভীরতা থেকে অনুভব করেছেন এবং তা শিল্পরূপে প্রকাশ করেছেন। বাংলাদেশের পদ্মা, আত্রাই, চলনবিলের বুকে ঘুরতে ঘুরতে তিনি রচনা করেছেন অনেক গান। এ সৃষ্টি ছিল তাঁর প্রাণের আনন্দ।

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথের প্রকৃতিচেতনা শুধু নান্দনিক নয়, তা মানবিক ও দার্শনিকও। বর্তমান সময়ে, যখন প্রকৃতি বিপন্ন, জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে, তখন রবীন্দ্রনাথ আমাদের শিখিয়ে যান প্রকৃতিকে ভালোবাসতে হলে তাকে আত্মার জায়গা থেকে ভালোবাসতে হবে। তাই রবীন্দ্রনাথকে কেবল সাহিত্যের পাঠ্যসূচিতে নয়, জীবনের পাঠ্যক্রমে গ্রহণ করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যচর্চার বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন খুবির মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহজালাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন ও ফুলতলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমীন। স্বাগত বক্তব্য রাখেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ আসাদুজ্জামান আরিফ ও জান্নাতুল নাঈম।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!