এবারের বিশ্বকাপ টি-টোয়েন্টিতে ব্যর্থ হয়েছেন লিটন দাস। যে কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দল থেকে বাদ পড়েন।
সেই লিটনকে টেস্ট দলে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে। অনেকেই নির্বাচকদের একহাত নেন।
তবে সব সামলে লিটন জবাব দিলেন ব্যাট হাতে। জানালেন, টি-টোয়েন্টিতে ফর্ম হারালেও সাদা জার্সিতে বরাবরই ধারাবাহিক। ৯৫ বলে হাফ সেঞ্চুরি করলেন। ১৯৯ বলে পৌঁছালেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে।
২২৫ বল মোকাবিলা করে ১১৩ রানে অপরাজিত থেকে আজ (দ্বিতীয় দিনে) ব্যাট হাতে নামেন লিটন। আজ অবশ্য যোগ করতে পারলেন একরান মাত্র।
তবে তার আগেই ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলিকে টপকে গেছেন লিটন দাস।
২০২১ সালে (নভেম্বর পর্যন্ত) ১৫ ইনিংসে ব্যাট করে ৪৪৭ রান করেছেন ভারতের অধিনায়ক। আর এই সময়ে টেস্টে মোট রানে কোহলিকেও ছাড়িয়ে গেলেন লিটন। আর কোহলিকে ছাড়িয়ে যেতে মাত্র ৯ ইনিংস নিলেন তিনি।
এখন পর্যন্ত তার সংগ্রহ ৪৪৮ রান। সর্বোচ্চ ইনিংসের দিকেও এগিয়ে লিটন। ২০২১ সালে লিটনের সর্বোচ্চ ইনিংস যেখানে ৯৫ সেখান বিরাট কোহলির সর্বোচ্চ ৭২ রান।
খুলনা গেজেট/ এস আই