খুলনা, বাংলাদেশ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৪
  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪
  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার আর নেই

টি-টোয়েন্টির রেকর্ডবুকে মুস্তাফিজ, গড়লেন নতুন ইতিহাস

গেজেট ডেস্ক

বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে গড়েছেন নতুন ইতিহাস। বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে বিশ্বের সেরা পাঁচ বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের দিনই এই কীর্তি গড়েছেন তিনি।

মুস্তাফিজ এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৮ ইনিংসে বল করে শিকার করেছেন ১৩৬টি উইকেট। গড় মাত্র ২১ এবং প্রতি উইকেট নিতে তাকে বল করতে হয়েছে মাত্র ১৭টি করে। শুধু তাই নয়, ওভারপ্রতি রান খরচও মাত্র ৭.৪২। যা শতাধিক ইনিংসে বোলিং করা বোলারদের মধ্যে অন্যতম সেরা।

২০২৪ সাল থেকেই মুস্তাফিজ রয়েছেন দুর্দান্ত ফর্মে। এ বছর এখন পর্যন্ত ২১টি টি-টোয়েন্টি ম্যাচে তার শিকার ৩১টি উইকেট। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন তিনি। এই উইকেটের মাধ্যমেই তিনি ইংলিশ স্পিনার আদিল রশিদকে ছাড়িয়ে উইকেট তালিকায় উঠে এসেছেন পঞ্চম স্থানে।

বর্তমানে মুস্তাফিজের ওপরে রয়েছেন কিউই স্পিনার ইশ সোদি, বাংলাদেশের সাকিব আল হাসান, আফগানিস্তানের রশিদ খান ও নিউজিল্যান্ডের টিম সাউদি। এর মধ্যে সাকিব ও সাউদি ইতোমধ্যে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তাই উইকেট তালিকায় শীর্ষে ওঠা এখন মুস্তাফিজের জন্য সময়ের ব্যাপার মাত্র।

আসন্ন পাকিস্তান সিরিজে যদি মুস্তাফিজ ১০টির বেশি উইকেট শিকার করতে পারেন, তবে তিনি পেছনে ফেলবেন ইশ সোধিকে। আর সাকিবকে ছাড়াতে হলে প্রয়োজন আরও ১৪টি উইকেট। চলতি বছরের এশিয়া কাপ ও অন্যান্য সিরিজগুলোতে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!