খুলনা, বাংলাদেশ | ১৮ বৈশাখ, ১৪৩১ | ১ মে, ২০২৪

Breaking News

  স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে
  আজ সর্বোচ্চ তাপমাত্রা যশোর-চুয়াডাঙ্গায় ৪২.৮ ও খুলনায় ৪২
  সাবেক ভূমিমন্ত্রীর দুর্নীতি অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাসুম

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের সুপার টুয়েলভ পর্ব শুরু হয়েছে শনিবার (২৩ অক্টোবর)। রবিবার (২৪ অক্টোবর) সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে এশিয়ার দুই পরাশক্তি বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

হাই ভোল্টেজ ম্যাচটিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, টস জিতলে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন তিনি।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। শারজার স্পিন বান্ধব কন্ডিশনের কথা মাথায় রেখে একাদশে রাখা হয়েছে স্পিনার নাসুম আহমেদকে। তাকে সুযোগ করে দিতে একাদশের বাইরে থাকছেন পেসার তাসকিন আহমেদ। টাইগাররা খেলছে ৩ স্পিনার ও ২ পেসার নিয়ে।

অন্যদিকে শ্রীলঙ্কাও একাদশে এনেছে একটি পরিবর্তন। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না দারুণ ছন্দে থাকা স্পিনার মাহিষ থিকশানা। তার বদলে একাদশে সুযোগ পেয়েছেন পেসার বিনুরা ফার্নান্দো। দলটির একাদশে স্পেশালিষ্ট স্পিনার আছেন মাত্র একজন।

প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশ জয় পেয়েছে দুটি ম্যাচে। স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায় প্রবল সমালোচনার মুখে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নেয় টাইগাররা। অন্যদিকে ‘এ’ গ্রুপে দাপটের সাথে তিনটি ম্যাচ জিতেই সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা।

বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের কাছে হেরেছিল টাইগাররা। তবে সর্বশেষ দুই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হারের স্বাদ দিয়েছে বাংলাদেশ। সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে বাংলাদেশ লঙ্কানদের হারিয়েছে তিনটি ম্যাচেই।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ : নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা : কুশল পেরেরা (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, অভিষকা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!