যশোরের ঝিকরগাছা উপজেলার আঙ্গারপাড়া গ্রামের রমজান আলীকে হত্যার অভিযোগে তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) নিহত রমজানের পিতা যশোর সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের শহিদুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সালমান আহমেদ শুভ অভিযোগটি গ্রহণ করে এ বিষয়ে থানায় কোনো মামলা হয়েছে কিনা, হলে অগ্রগতিসহ সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন ঝিকরগাছা থানার ওসিকে।
আসামিরা হলেন, ঝিকরগাছার হাড়িয়াদাড়া গ্রামের মোশারফের ছেলে রাজা, আশিংড়ি গ্রামের নওয়াব আলীর ছেলে আমিনুর রহমান ও আঙ্গারপাড়া গ্রামের কামারুলের ছেলে জনি।
মামলার সূত্রে জানা গেছে, রমজান আলীর এ মাসে বিদেশ যাওয়ার কথা ছিল। একটি প্রেমঘটিত বিষয় নিয়ে আসামিদের সাথে রমজানের বিরোধ চলছিল। গত ২৪ সেপ্টেম্বর সকালে বিরোধ মীমাংসার কথা বলে রমজানকে আসামি রাজা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা জানতে পারেন রমজান মারা গেছেন। রমজান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে আসামিরা জানায়। কিন্তু সড়ক দুর্ঘটনার স্থানে গিয়ে দুর্ঘটনার কোন সত্যতা পায়নি বাদীর পরিবার। পরে তিনি আদালতে এ মামলা দায়ের করেন।