নদী বাঁচাও, দেশ বাঁচাও-এ শ্লোগানে যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের নকশা পরিবর্তন করে ব্রিজ নির্মাণ ও সরকারি নীতিমালা লঙ্ঘন করে নির্মাণাধীন ব্রিজটি পুন:নির্মাণের দাবিতে গণসমাবেশ করেছে কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের ঝিকরগাছা কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকাল ৪টায় কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের ঝিকরগাছা কমিটির আহবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে গণসমাবেশে উপস্থিত ছিলেন নদী বাঁচাও আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, দেশবরণ্য সাহিত্যিক হোসেন উদ্দিন হোসেন, সৈয়দ শাহাবুদ্দিন আলম, তালা উপজেলার সাবেক চেয়ারম্যান ও তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যাপক রশিদুজ্জামান, রেজাউল করিম, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহবায়ক আনিল বিশ্বাস, ভৈরব নদ সংস্কার আন্দোলনের নেতা জিল্লুর রহমান ভিটু, কপোতক্ষ বাঁচাও আন্দোলনের নেতা মাস্টার আব্দুর রশিদ, মাস্টার বিমল কুমার ঘোষ, ঝিকরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক ইলিয়াস হোসেন, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, সামছুল আলম বাসার, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ঝিকরগাছা উপজেলা সভাপতি মোখলেছুর রহমান কেটি, ঝিকরগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারী, সুভাষ ভক্ত প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন উদীচী শিল্পী গোষ্ঠির সদস্য শাহিনুর রহমান শাহিন।
খুলনা গেজেট/কেএম