যশোরের ঝিকরগাছা উপজেলার পল্লীতে বিষ ট্যাবলেট প্রয়োগ করে একজন খামারির প্রায় ১৮ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বেজিয়াতলা এলাকার বাসিন্দা আবু তালেব নামের ওই খামারি এ ঘটনায় ঝিকরগাছা থানায় শনিবার (৬ ফেব্রুয়ারি) একটি অভিযোগ দিয়েছেন।
তিনি জানান, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে বেজিয়াতলা এলাকার বাসিন্দা আব্দুল মজিদ তাকে খবর দেন, পুকুরের মাছ মরে ভেসে উঠছে। তিনিসহ আরও কয়েকজন পুকুরে গিয়ে দেখেন, বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে।
আবু তালেব জানান, বেজিয়াতলা এলাকায় ছয় বিঘা জমিতে এই পুকুর। সেখানে পাবদা, টেংরা, রুই, মৃগেল, কাতলসহ দেশি প্রজাতির মাছ চাষ করেন তিনি। ৪ ফেব্রুয়ারি রাতের কোনও একসময় কে বা কারা পুকুরে বিষ ট্যাবলেট প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে। এতে তার প্রায় ১৮ লাখ টকার ক্ষতি হয়েছে।
জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, ‘আজকেই অভিযোগটি পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ভুক্তভোগীর সঙ্গে কারও শত্রুতা আছে কিনা সে ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি। তারপরও ঘটনা তদন্ত করছি।
খুলনা গেজেট/কেএম