খুলনা, বাংলাদেশ | ১৯ আষাঢ়, ১৪৩১ | ৩ জুলাই, ২০২৪

Breaking News

  কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত
  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি

ঝিকরগাছায় নির্মাণাধীন অপরিকল্পিত সেতু অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, যশোর

নদী বাঁচাও, দেশ বাঁচাও-এ স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা বাজারে কপোতাক্ষ নদের উপর নির্মানাধীন অপরিকল্পিত সেতু অপসারণ করে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে পুণরায় নদ বান্ধব সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের ঝিকরগাছা কমিটির আহবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন নদী আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, সাংবাদিক নেতা সৈয়দ শাহাবুদ্দিন আলম, কপোতক্ষ বাঁচাও আন্দোলনের আহবায়ক আনিল বিশ্বাস, ভৈরব নদ সংস্কার আন্দোলনের নেতা জিল­ুর রহমান ভিটু, কপোতক্ষ বাঁচাও আন্দোলনের নেতা মাস্টার আব্দুর রশিদ, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, বিমল কুমার ঘোষ, সামছুল আলম বাসার, ডা: বিল­াল হোসেন, সুভাষ ভক্ত, মতিয়ার রহমান, মোখলেছুর রহমান কেটি, শাহিনুর রহমান শাহিন প্রমুখ।

মানববন্ধনে নদী আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, এই কপোতাক্ষ নদকে নিয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা রয়েছে। কবিতায় কবি তার আত্মোপলব্ধি প্রগাঢ়, স্বদেশপ্রেম, যুগ-যুগান্তরের সীমানা পেরিয়ে বাঙালি হৃদয়ে জাগিয়ে তুলেছে। আর কবিতার মূলভাবকে মাটির সাথে মিশিয়ে দিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যক্তিরা তাদের স্বার্থ হাসিল করতে সেতু নির্মাণে ব্যাপক অনিয়ম করে যাচ্ছেন। কিন্তু এই অনিয়ম যশোরবাসী মেনে নিতে না পারায় আজ আমরা রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করছি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রত্যয় ব্যক্ত করেছেন। ঠিক সেই সময়ে একটি কুচক্রিমহল কপোতাক্ষ নদের উপর সেতু তৈরির নকশা পরিবর্তন করে সরকারি নিয়মনীতি লঙ্ঘন করে ব্যাপক অনিয়ম চালিয়ে যাচ্ছেন। ঝিকরগাছার কপোতাক্ষ নদের উপর নির্মাণাধীন অপরিকল্পিত সেতু অপসারণ করে অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে পুনরায় নদ বান্ধব সেতু নির্মাণের দাবি জানানো হয়। মানববন্ধন থেকে আগামী ২৯ আগষ্ট রবিবার ঝিকরগাছা সেতুর উপরে ফের মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী ঘোষণা করা হয়।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!