যশোরের ঝিকরগাছার মাগুরা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ৪৩টি ঘর হস্তান্তর হরা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে মাগুরা ইউপি ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘দুর্যোগ সহনীয় গৃহনির্মাণ প্রকল্পের’ আওতায় নির্মিত ঘর সুবিধাভোগীদের কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দীন।
উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, মাগুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শুভাগত বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে মাগুরা ইউনিয়নে ৪৩টিসহ উপজেলায় ‘জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের ‘দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ প্রকল্পের’ আওতায় এসব ঘর হস্তান্তর করা হয় বলে পিআইও শুভাগত বিশ্বাস জানান।
খুলনা গেজেট/এনএম