যশোরের ঝিকরগাছায় আলিনা জুট মিলস্ লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। শ্রমিক, ম্যাকানিক ও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঝিকরগাছার সাগরপুর গ্রামে অবস্থিত আলিনা জুট মিলস্ লিমিটেডের ২নং ইউনিটে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে মিলে আগুন ছড়িয়ে পড়ে।
এসময় মিলের মধ্যে অগ্নিনির্বাপক যন্ত্র ও পানি দিয়ে শ্রমিক ও ম্যাকানিকরা আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা চালান। কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের ঝিকরগাছার দুটি ইউনিট ও যশোরের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মিলের আনুমানিক ৪০ টন হ্যাসিয়ান ক্লথ, ১৫টি মেশিনসহ ইউনিটের প্রায় সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। শ্রমিকরা কিছু হ্যাসিয়ান ক্লথ উদ্ধার করেন। অগ্নিকান্ডে মিলের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
মিলের ব্যবস্থাপক মাহাফুজুল ইসলাম জানান, ভয়াবহ অগ্নিকান্ডে মিলের অনেক ক্ষতি হয়েছে। আনুমানিক ৪০ টন হ্যাসিয়ান ক্লথ, ১৫টি মেশিনসহ ইউনিটের প্রায় সব জিনিসপত্র পুড়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।