যশোর জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আয়োজনে ও মৃত্তিকা গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্পের উদ্যোগে মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক কৃষক ও ইউনিয়ন উন্নয়ন কেন্দ্রের উদ্যোক্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার মল্লিকপুর পূর্বপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা সদর ইউপি চেয়ারম্যান মোঃ আমির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জি এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম আশিক ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন মল্লিকপুর পূর্বপাড়া জামে মসজিদ কমিটির সেক্রেটারী বিল্লাল হোসেন, কার্যকরী সদস্য সাংবাদিক তরিকুল ইসলাম, হাফেজ মারুফ বিল্লাহ, এনায়েত আলী, আলালউদ্দিন প্রমূখ। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন কৃষক অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।
খুলনা গেজেট/এনএম