যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামের একটি ধানক্ষেত থেকে উদ্ধারকৃত অজ্ঞাত পরিচয়ের নারীর মৃতদেহের পরিচয় মিলেছে। তার নাম শাহনাজ বেগম (৫০)। তিনি শার্শার নাভারণ ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন। মৃতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত শাহনাজ বেগম শার্শা উপজেলার উত্তর বুরুজবাগান এলাকার আজিজুর রহমানের স্ত্রী ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিল্লুর রহমান রাজের মা।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানান, স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ ১৯ সেপ্টেম্বর বিকেলে অজ্ঞাত হিসেবে নারীর মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহের পাশে দুটি পানির বোতল পড়ে ছিল।
ওসি জানান, যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা নিহতের নাম পরিচয় উদঘাটনে মঙ্গলবার ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করে। এর মাধ্যমেই পিবিআই ওই নারীর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। ওই নারীর শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। তবে এখনো তার মৃত্যুর কারণ জানা যায়নি। তিনি আরো বলেন, ওই ধান ক্ষেতে শাহনাজ বেগমের মৃত্যু রহস্যজনক। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এদিন দুপুরে যশোর হাসপাতালের মর্গে লাশের ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় এখনও থানায় কোন মামলা দায়ের হয়নি।