জাতীয় পাটির নগর শাখার সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা চেম্বারের সাবেক সভাপতি ২৬ বছর আগে নিহত শেখ আবুল কাশেমের পরিবারের নিরাপত্তার নির্দেশ দিয়েছে আদালত। নিহতের ভ্রাতুষ্পুত্র শেখ মনিরুজ্জামান এলুর ২৬ জানুয়ারি আবেদনের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের জজ মোঃ সাইফুজ্জামান হিরো একই দিনে শেখ আবুল কাশেম পরিবার এ মামলার সাক্ষী শেখ মনিরুজ্জামান এলু নিরাপত্তার জন্য খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। স্বাক্ষীর আবেদনপত্র ও ট্রাইব্যুনালের এ আদেশ কে এম পি কমিশনারকে পাঠানো হয়েছে।
ট্রাইব্যুনাল ১৬৪ ধারায় জবানবন্দী নেয়া ম্যাজিস্ট্রেট মোঃ ছবির আহমেদ, মোঃ আব্দুল হান্নান, মোঃ ফেরদৌস মোল্লা ও খুলনা থানার সাব ইন্সপেক্টর মোঃ কামাল কে মামলার পরবর্তী দিন আগামী ৩ মার্চ সাক্ষ দেওয়ার জন্য সমন জারী করেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
১৯৯৫ সালের ২৫ এপ্রিল স্যার ইকবাল রোডস্থ বেসিক ব্যাংকের সামনে জাপা নেতা শেখ আবুল কাশেম ও তার ড্রাইভার মিকাইল হোসেন খুন হয়। এ মামলার বাদী নিহতের নিকট আত্নীয় শেখ আলমগীর হোসেন ইন্তেকাল করেছেন।
২০১৮ সালের ২ আগস্ট হাইকোর্ট এ হত্যা মামলার ভ্যাকেট রুল নিষ্পত্তি করে স্টে আদেশ প্রত্যাহার করে। গত ৩ জানুয়ারি উচ্চ আাদালতের নির্দেশনা খুলনায় পৌঁছায়। উচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়েছে আট মাসের মধ্যে শেখ আবুল কাশেম হত্যা মামলা নিষ্পত্তি করতে হবে। উচ্চ আদালতের আদেশের পর ২৬ জানুয়ারি ধার্য দিন ছিলো। এ দিনে সাক্ষীরা উপস্থিত ছিলেন না। আসামী খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন।