খুলনা, বাংলাদেশ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  যুবদল নেতা মাহবুব হত্যা, ২ দিনের রিমান্ডে সজল
  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০
  চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান : স্বরাষ্ট্র উপদেষ্টা
  ৬ষ্ঠ বছরে পদার্পণে খুলনা গেজেট’র সকল পাঠক, লেখক, সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে আন্ত‌রিক শুভেচ্ছা

জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই : ইসি সচিব

গেজেট ডেস্ক

আগামী জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই বলে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ সোমবার ইসির সঙ্গে বৈঠকে অংশ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা আরও জানিয়েছেন, বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় বলে তারা এ বিষয়ে সচেতন রয়েছেন।

বৈঠক শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে গোয়েন্দা প্রতিবেদন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের বক্তব্য অনুযায়ী, ‘জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই।’

তিনি বলেন, ‘গতকাল হরতালের পর আগামী তিন দিন অবরোধ পালন করবে বিএনপি।’

ইসি সচিব জাহাঙ্গীর আরও বলেন, ‘বিএনপির কর্মসূচিতে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন থাকবে।

জাহাঙ্গীর বলেন, ‘বর্তমান পরিস্থিতি দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার জন্য অনুকূল।’

তিনি বলেন, ‘নভেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে।’

নির্বাচনকে সামনে রেখে কমিশন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ প্রধান, র‌্যাব, বিজিবি, আনসারসহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!