জমে উঠেছে প্রাণের বইমেলা। প্রচুর দর্শকের আগমনে খুলনার মুজিববর্ষ একুশে বইমেলা বইপ্রেমিদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে।
আজ শনিবার ছিল মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা’র ৯ম দিন। দিনটি সরকারি ছুটির দিন হওয়ায় বইমেলায় ক্রেতা দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকাল ৪ টায় গাঙচিল সাহিত্য পরিষদ কর্তৃক কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে দিনের অনুষ্ঠানমালার সূচনা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিশেনা করে ‘দীপালয় ইয়ুথকয়ার’এর শিল্পীবৃন্দ। প্রচুর দর্শকশ্রোতা বইমেলা মঞ্চের অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেখ আসাদুজ্জামান মিথুন, সবিত্রী গাইন নীলিমা ও তরিকুল ইসলাম তারিক। সার্বিক সমন্বয়ে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।