খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

জমি দখলের অভিযোগ, যা বললেন এমপি গ্লোরিয়া সরকার ঝর্ণা

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেশীর জমি দখলের অভিযোগ এনে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩০(খুলনা- বাগেরহাট) এর সংসদ সদস্য এড. গ্লোরিয়া সরকার ঝর্ণার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বাসিন্দারা। মঙ্গলবার (১৯ অক্টোবর) খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পবিত্র সরকার।

সংবাদ সম্মেলনে তিনি জানান, রবিবার (১৭ অক্টোবর) সংসদ সদস্য গ্লোরিয়া সরকার ঝর্ণা বাড়িতে প্রবেশের জন্য পথ প্রশস্তকরণে প্রতিবেশীদের জমি দখল করেছেন। এজন্য তিনি স্থানীয় প্রশাসন ও ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে প্রতিবেশীর ভিটায় রোপনকৃত আম, মেহগনি, সুপারী ও নারকেল গাছসহ দু’লাখ টাকার গাছ কেটে ফেলে। তাছাড়া রাস্তার পাশে নির্মিত প্রতিবেশীদের পাকা পায়খানাও ভেঙ্গে ফেলা হয়। প্রতিবেশীদের উৎখাত করার জন্য সাংসদের এ পদক্ষেপ। এ ব্যাপারে প্রতিবাদ করলে প্রতিবেশীদের পুলিশ দিয়ে হয়রানি করা হবে বলে হুমকি দেয়া হয়েছে, সংবাদ সম্মেলনে এমন দাবি পবিত্র সরকারের।

সংবাদ সম্মেলনে পবিত্র সরকার আরও বলেন, এমনিতে তিনি একজন প্রভাবশালী ব্যক্তি। তারপর তিনি কেন্দ্রিয় আওয়ামী লীগের কার্যকরী সদস্য। তার বিরুদ্ধে কোন প্রতিবেশী মুখ খুলতে সাহস পায়না। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সংসদ সদস্যের আসল চরিত্রটি তুলে ধরতে চাই বলে তিনি আরও জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে সংসদ সদস্য গ্লোরিয়া সরকার ঝর্ণা খুলনা গেজেটকে জানান, রাস্তাটি নির্মাণের দাবি দীর্ঘদিনের। ৬০ বছরের বেশী সময় ধরে মানুষ এ রাস্তা ব্যবহার করছে। কারও জমি দখল করা হয়নি। জনগণের দাবির প্রেক্ষিতে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন তিনি। যারা জমির মালিকানা দাবি করছে তারা ওই জমির মালিক নন। তাছাড়া রাজনৈতিকভাবে হেয় করার জন্য একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে তিনি আরও জানিয়েছেন।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!