খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৩
  কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
  আরও এক মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভী-আমির খসরু
  ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণু হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
দাকোপে খুলনা বিভাগীয় কমিশনার

জনগনের সেবায় সরকারী কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে

দাকোপ প্রতিনিধি

সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারী সকল কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে এ কথা উল্লেখ করে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি বলেন, উন্নয়ন মূলক কাজ বাস্তবায়নে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রত্যেক সরকারি কর্মকর্তা,কর্মচারি ও জনপ্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। তাহলে সরকারের লক্ষ্যমাত্রা ৪১ সালের আগেই এদেশ উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের পরিচিতি লাভ করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরালসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি গৃহহীন অসহায় পরিবারের জন্য জায়গাসহ পাঁকাঘর নির্মাণ করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি রোববার দুপুর সাড়ে ৩টায় দাকোপ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহানাজ পারভীন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সি সার্কেল) মোঃ রাশেদ হাসান, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ আননূর যায়েদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা আকতার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাবেক সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক এস এম মামুনুর রশিদ।

মতবিনিময় সভায় দাকোপের বিভিন্ন সমস্যার কথা শুনে সেগুলো সমাধানে সরকারের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরবেন বলে আশ্বাস দেন। এরপর তিনি দাকোপের খোনা এলাকায় মুজিব বর্ষের ৩য় পর্যায়ের ঘর নির্মান কাজ পরিদর্শন করেন। তিনি কাজের গুনগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদসহ সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!