যশোর জে জে আই জুট মিলের পুরাতন ভবনের ঠালাই অংশ ভেঙ্গে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার রাজঘাট শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত যশোর জে জে আই জুট মিলে। স্থানীয়রা জানায়, মিলের ভিতরে পুরাতন স্টাফ কোয়ার্টারের ভবনের ছাদের অংশ ভেঙ্গে শ্রমিক বিলাল হোসেনের (৩৫) শরীরে আছড়ে পড়ে। এতে সে মারাত্মকভাবে আহত হন। এ সময় অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে । পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বিল্লাল হোসেন খুলনা জেলার কয়রা উপজেলার বাগালিয়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের আনোয়ার গাজীর ছেলে।
পরিবারের লোকজন জানায়, প্রতিদিনের ন্যায় বিল্লাল হোসেন যশোর জে জে আই জুট মিলের ভিতরে স্টাফ কোয়ার্টার পুরাতন ভবনের ভাঙ্গার জন্য শ্রমিক হিসেবে কাজ করতো। রবিবার সকাল থেকে পুরাতন ভবনের ভাঙ্গার কাজ করতে থাকে। স্টাফ কোয়ার্টার এর ছাদের অংশ লেগে মারাত্মক ভাবে আহত হন। পরে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী শ্রমিক ওবায়দুল্লাহ জানান,আমরা ঠিকাদার সৌরভ এন্টারপ্রাইজের পুরাতন ভবনের কাজ করে থাকি। হঠাৎ আমি শব্দ শুনে যেয়ে দেখি বিল্লাল ধ্বংস স্তুপের নিচে পড়ে আছে। তখন চিৎকার দিয়ে সবাইকে ডেকে ধ্বংসস্তূপ সরিয়ে বিল্লাল কে উদ্ধার করা হয়। তারপর চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। শুনেছি পথেই তার মৃত্যু হয়েছে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, মৌখিকভাবে সংবাদটা পেয়েছি। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া হয়েছিল। এখনো কি অবস্থা আমাকে জানায়নি। বিষয়টা খতিয়ে দেখব।
খুলনা গেজেট/ এএজে