যশোরের চৌগাছায় লকডাউনের ৫ম দিনে নানা অজুহাতে মানুষ বাজারমুখো হয়েছেন। সকাল থেকেই বাজারের প্রতিটি সড়কেই মানুষর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিনা কারণে বাজারে ঘুরে বেড়ানো মানুষকে পড়তে হয়েছে প্রশাসনের প্রশ্নের মুখে। যারা সঠিক জবাব দিতে পেরেছে তারাই কেবল পার পেয়েছে অন্যথায় গুনতে হয়েছে জরিমানা। কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসন দিনের পুরো সময় জুড়ে বাজারের এক প্রান্ত হতে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছেন।
এদিন সড়কে অহেতুক চলাফেরার অপরাধে ৪ মোটরসাইকেল চালককে আড়াই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন, বাজারের ওষুধ ব্যবসায়ী রাজন হোসেন ৫শ’, উপজেলার বাটিকামারি গ্রামের শামীম হোসেন ১ হাজার, স্বরুপদাহ নওদাপাড়া গ্রামের আবু তালেব ৫শ’ এবং খড়িঞ্চা নওদাপাড়া গ্রামের আশরাফ হোসেনকে ৫শ’ টাকা।
মঙ্গলবার দুপুরে চৌগাছা বাজারের বিভিন্ন জায়গায় এই জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হকের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সেনা, বিজিবি ও আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা সদরসহ প্রত্যান্ত গ্রামাঞ্চলের বাজার গুলোতে প্রশাসনের টহল চলছে বলে জানা গেছে।
খুলনা গেজেট/ টি আই