যশোরের চৌগাছায় অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫ শ্রমিককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) গুঞ্জন বিশ্বাস জগদীশপুর ইউনিয়নে এ অভিযান পরিচানা করেন।
স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার ভ‚মি গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধ বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এসময় জগদিশপুর গ্রামের প্রবেশ মুখে তেঘরি গ্রামের মাঠে বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যশোর ড-১১-১১৬৮ নম্বারধারী একটি ড্রাম ট্রাক, সাতটি বেলচা, একটি কোদাল, একটি কুড়াল ও একটি গাছিদাসহ বালি উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করা হয়।
বালি উত্তোলনের কারণে পাতিবিলা গ্রামের শাহাদাৎ মন্ডলের ছেলে শাহাজান আলী, আলা ঢালীর ছেলে আজিম হোসেন, ছলেমান মন্ডলের ছেলে তরিকুল ইসলাম, মাহাতাপ মন্ডলের ছেলে শাহালম মন্ডল ও জগহাটি গ্রামের মিরাজুল ঢালীর ছেলে তরিকুল ইসলামকে আটক করা হয়। আটককৃতদের ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিচশ্বাস বলেন, এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতে তেঘরি মাঠে অভিযান পরিচালনা করা হয়েছে।