যশোরের চৌগাছায় কোনভাবেই লাগাম টানা যাচ্ছে না করোনা সংক্রমণের। দেশের অন্যান্য স্থানে লকডাউনের ৮ম দিন পার হলেও সীমান্তবর্তী উপজেলাতে লকডাউন চলছে প্রায় দুই সপ্তাহ। এরমধ্যেও হুহু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।
গত ২৪ ঘন্টায় পৌরসভা ও উপজেলার প্রত্যান্ত গ্রামাঞ্চলে ৩৮ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা পজেটিভ। এরমধ্যে পৌর এলাকায় আক্রান্ত ১১ গ্রামাঞ্চলে ২৫ আর পাশ্ববর্তী মহেশপুর উপজেলার ২ জন আক্রান্ত বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
নতুন আক্রান্তরা হলেন, পৌরসভার কাজীপাড়ার বাসিন্দা দেলোয়ার হোসেন (৩১), পাঁচনামনা মহল্লার লিপিকা (২৯) ও বিরাঙ্গ বিশ্বাস (৫২), পৌর এলাকার এসএম শাহীন জাবেদ (২৮), গোলাম মোস্তফা (৩৮), সঞ্জয় (২৫) ও ফরহাদ (৩৬), বাকপাড়া মহল্লার মিন্টু মিয়া (৩০) ও কুতুব উদ্দিন (৫৭), কংশারীপুর মহল্লার রুপভান বেগম (৭০), ব্র্যাকপাড়ার মনিরুল ইসলাম (৩২), উপজেলার নারায়নপুর গ্রামের রুনা খাতুন (৪০), রিয়াজ আহমেদ (৩২), কাবিলপুর গ্রামের শিউলী খাতুন (৩০), ফুলসারার হালিমা বেগম (৫৫), ওমর ফারুক (৩০), বেড়গোবিন্দপুর গ্রামের আবুল কালাম আজাদ (৭০), মাশিলা গ্রামের নাসির উদ্দিন (৭৩), গরিবপুর গ্রামের হবিবর রহমান (৬৪), পুড়াপাড়ার কবির হুসাইন (৬৫), হুদা হাজীপুর গ্রামের মোমেনা বেগম (৫৫), আড়াদাহ গ্রামের আতিয়ার রহমান (৬৫), ইমান আলী (৬৮), চাঁদপাড়া গ্রামের ফজলুর রহমান (৭৫), আব্দুর রাজ্জাক (৬৪), হাকিমপুর গ্রামের শাহ আলম (৪৩), কয়ারপাড়া গ্রামের ঝুমা বেগম (৪০), রুমা খাতুন (৩৬), উজিরপুর গ্রামের মনোয়ারা বেগম (৫৫), মাঠচাকলা গ্রামের রোকেয়া বেগম (৫০), ফতেপুর গ্রামের হামিদা বেগম (৫০), সিংহঝুলী গ্রামের আতিয়ার রহমান (৬৫), শাহানুর আলম (৫৬), রাজাপুর গ্রামের রোজীনা খাতুন (৩১), সৈয়দপুর গ্রামের আনোয়ারা বেগম (৬৪), জগদীশপুর গ্রামের মোঃ শান্তি (৫৫), মহেশপুরের হাবাসপুর গ্রামের হযরত আলী (৩১) এবং একই উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের সুজা উদ্দিন (৩৫)।
খুলনা গেজেট/এমএইচবি