ভারতে পাচারের সময়ে সোনার বারসহ যুবককে আটক করেছে বিজিবি। বুধবার বিকেলে তাকে যশোরের চৌগাছা সীমান্তের তিলকপুর থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া যুবক উপজেলার ঝিনাইকুন্ডু গ্রামের শরিফুল আলম বাবুর ছেলে নাজমুল হোসেন। বিজিবি সদস্যরা তার কাছ থেকে ১৮ টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন প্রায় দু’কেজি
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের লে: কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বিজিবির একটি টহল দল চৌগাছা উপজেলার তিলকপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের পাকা রাস্তার ওপর দিয়ে একজন মোটরসাইকেল আরোহী চৌগাছা থেকে ভারত সীমান্তের দিকে যাচ্ছিলেন।
টহল দলের সদস্যরা তাকে থামার সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে তার পরিহিত সোয়েটারের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন দুই কেজি। যার বর্তমান বাজার মূল্য দুই কোটি টাকা। আটক আসামিকে চৌগাছা থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড