খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ৮ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৬০০ গ্রাম গাঁজা এবং ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
কেএমপি সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন, মোঃ হানজালা খান(২৮), পিতা-হান্নান খান, সাং-বাড়ী নং-৪৮, গোবরচাকা মেইন রোড, থানা-সোনাডাঙ্গা মডেল থানার গোবরচাকা মেইন রোডের -হান্নান খানের ছেলে মোঃ হানজালা খান(২৮), একই থানার মোল্লা বাবর আলীর ছেলে ইয়াছিন হোসেন@আশিক(৩০), সোনাডাঙ্গা ২য় আবাসিকের মৃত: আনোয়ার খাঁর ছেলে মোহাম্মদ আলী হৃদয়@আলী খাঁ(২৫), জালাল খানের ছেলে বাবু খান(৩৩), হরিণটানা থানার আরাফাত আবাসিক প্রকল্পের সোবহান গাজীর ছেলে বিল্লাল গাজী(২৭), খালিশপুর থানার বিআইডিসি রোডের আঃ রশিদ ব্যাপারীর ছেলে মোঃ বেল্লাল হোসেন(৩৯), খালিশপুর থানার সেন্টাল নর্থ ব্লক লাল হাসপাতালের পিছনে মৃত আকবর কোরাইশির ছেলে মোঃ মাসুদ কোরাইশি(৩০), রূপসা থানার আইচগাতী ইউনিয়নের পরিতোষ দাসের ছেলে তাপস দাস(৪০)।সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/কেএম