একদিকে করোনার চরম ভয়াবহতা অন্যদিকে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের কঠোরতা তারপরও বাজার মুখো মানুষের স্রোত কোন ভাবেই থামানো যাচ্ছেনা। শুক্রবার চৌগাছার সাপ্তাহিক হাটের দিন থাকায় সকাল থেকেই ঢল নামে মানুষের। এদিকে গত ২৪ ঘন্টায় উপজেলায় আরও ১৫ ব্যক্তি আক্রান্ত হয়েছেন করোনায়।
শুক্রবার ছিল চৌগাছর সাপ্তাহিক হাটের দিন। সকাল থেকেই করোনা আর আইন শৃংখলা বাহিনীর কঠোরতা উপেক্ষা করে বাজারে বাড়তে থাকে মানুষের সংখ্যা। মানুষের উপস্থিতি এতটাই বেশি ছিল যে স্বাভাবিক চলাফেরা করা কষ্টসাধ্য হয়েছে।
ভ্যান চালক জাকির হোসেন বলেন, পেটে ক্ষুধা করোনার ভয়ে বাড়ি থাকলে তো চলছে না তাই ভ্যান নিয়ে এসেছি।
বাজার করতে আসা উপজেলার মাশিলা গ্রামের রহিমা খাতুন, মাড়ুয়া গ্রামের আয়ুব হোসেন বলেন, ঈদ সামনে তো তাই এসেছি কিছু কেনাকাটার জন্য। দোকান খোলা না পেলে চলে যাব।
এক প্রসাধনী ব্যবসায়ি বলেন, শুক্রবার বেচাকেনা এতটাই ভাল যে ভোর ৬ টা থেকে ৮ টা পর্যন্ত সন্তোষজনক বেচা বিক্রি হয়েছে। মানুষের কেনাকাটার ভাব দেখে মনে হচ্ছে তারা ঈদের কেনা কাটা করতেই বাজারে এসেছে।
এদিকে গত ২৪ ঘন্টায় উপজেলাতে আরও ১৫ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ১৫ জনের মধ্যে ১০ জনই নারী বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ এনামুল হক জানান, দিন যত যাচ্ছে ততই ভয়ানক হয়ে উঠছে মহামারি করোনা ভাইরাস। তাই ভয়াবহ এই পরিস্থিতিতে সকলকে ঘরে থাকতে আবারও তিনি অনুরোধ করেন।
খুলনা গেজেট/ টি আই