চুরুলিয়ার বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম পরিবারের সদস্য বিদ্যুত কাজী (৪৭) প্রয়াত। লিভার সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে তিনি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে মারা যান। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে দুই বাংলাতেই।
বিদ্যুত কাজী ছিলেন বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মেজো ভাই কাজী আলী হোসেনের নাতি। অর্থাৎ চুরুলিয়া নজরুল একাডেমির প্রতিষ্ঠাতা কাজী মোজাহার হোসেনের ছেলে বিদ্যুত কাজী। বেশ কিছুদিন আগে তাঁর বোন লিপি কাজী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। সেই শোক কাটিয়ে ওঠার আগেই বিদ্যুতের মৃত্যু চুরুলিয়ার কাজী পরিবার থেকে শুরু করে সমগ্ৰ এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার চুরুলিয়ায় তাদের পারিবারিক কবরস্হানে তাঁর দাফন হয়। অজস্র মানুষের চোখের জলে তিনি শেষ বিদায় নেন।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, বেশ কয়েক বছর ধরে বিদ্যুত কাজী লিভারের রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য যান ভেলোরে। সেখানে জবাব দিলে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি এদিন মারা যান।