চুকনগরের চ্যাংমারী পূর্ব শত্রুতার জের ধরে ৬৫ বছরের এক বৃদ্ধকে লোহার রড দিয়ে পিটিয়ে কোমরের জয়েন্টের হাড় ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পিটিয়ে আহত করা হয়েছে বৃদ্ধের পুত্রকেও। এ ঘটনায় ৭ জনকে আসামী করে ডুমুরিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
প্রাপ্ত এজাহার সূত্রে জানা যায়, আসামীদের সাথে পারিবারিক বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে গত ১০ মে রাতে আনুমানিক সাড়ে ৮ টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে তাদের হাতে থাকা শাবল, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে বাদীর বাড়ির সামনে রাস্তায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাদী এভাবে গালিগালাজের কারণ জানতে চাইলে ৭নং আসামীর হুকুমে ১নং আসামীর হাতে থাকা লোহার রড ও ২নং আসামীর হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটাতে থাকে। তখন বাদীর ডাক চিৎকারে বৃদ্ধ পিতা শিবপদ মন্ডল (৬৫) ঘটনাস্থলে এগিয়ে এলে ২নং আসামীর হাতে থাকা লোহার শাবল দিয়ে বৃদ্ধ পিতাকে হত্যার উদ্দেশ্যে কোমরের ডান পাশে স্বজোরে আঘাত করে। এতে তার কোমরের জয়েন্টের হাড় ভেঙ্গে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন অন্যান্য আসামীরা তাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করে।
আহত অবস্থায় তাদেরকে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বৃদ্ধলোকটির শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে বৃদ্ধ লোকটির অবস্থা আশংঙ্কাজনক। এ ঘটনায় উপজেলার চ্যাংমারী গ্রামের শিবপদ মন্ডলের পুত্র তপন কুমার মন্ডল বাদি হয়ে ৭ জনকে আসামী করে ডুমুরিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।
আসামীরা হলেন গোলাপদহ গ্রামের মৃত ভীম চন্দ্র ঢালীর পুত্র ভুপেন ঢালী, মহানন্দ ঢালীর পুত্র জয়ন্ত ঢালী, অনাথ ঢালীর পুত্র উজ্জ্বল ঢালী, মৃত ভীম চন্দ্র ঢালীর পুত্র অনাথ ঢালী ও স্বরজিৎ ঢালী, রবীন ঢালীর পুত্র সঞ্জয় ঢালী, মৃত বিষ্টুপদ ঢালীর পুত্র মহানন্দ ঢালী ও জগদ্বীশ ঢালী।
এ ব্যাপারে ১নং আসামী ভুপেন ঢালীর কাছে ফোন করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
খুলনা গেজেট/এনএম