চীনের ফার্নিচার প্রস্তুতকারক হং জিনশি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও গৌতম বুদ্ধের কম্বিনেশনে মূর্তি বানিয়েছেন। ওই মূর্তি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যে চীন ও চীনের বাইরে থেকে এমন প্রায় আড়াইশ মূর্তি বানানোর অর্ডার পেয়েছেন জিনশি।
জিনশি যে মূর্তি বানিয়েছেন, তাতে দেখা যায়- বুদ্ধের মতো মেডিটেশন করছেন ট্রাম্প। বুদ্ধ ও ট্রাম্পের আচরণের মধ্যে যে বিশাল বৈপরীত্য আছে, এটি তাকে এমন মূর্তি বানানোর অনুপ্রেরণা দিয়েছে বলে জানান জিনশি।
জানা গেছে, ১৬ সেন্টিমিটারের মূর্তির দাম ১৫০ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকা। আর ৪৬ সেন্টিমিটারের দাম ৬১০ ডলার। যা বাংলাদেশি প্রায় ৫২ হাজার টাকা।
হং এখনো জানেন না, ট্রাম্প তার মূর্তি সম্পর্কে শুনেছেন কি না। তবে ট্রাম্পকে ‘একটু চাঙা করতে’ একটি মূর্তি দিতে চান হং। তিনি মনে করেন, বর্তমানে ট্রাম্পের যে অবস্থা তাতে তার মূর্তির মতো করে মেডিটেশনে বসা উচিত। সূত্র: গার্ডিয়ান।
খুলনা গেজেট/এনএম