খুলনা, বাংলাদেশ | ২২ বৈশাখ, ১৪৩১ | ৫ মে, ২০২৪

Breaking News

  মিল্টন সমাদ্দারের প্রতারণায় সহযোগী ছিলেন তার স্ত্রী : ডিবি প্রধান
  জনগণের ভরসাস্থল অর্জন করতে সক্ষম হয়েছেন সেনাবাহিনী : প্রধানমন্ত্রী

চিতলমারীতে অবৈধভাবে সার বিক্রি করায় অর্থদণ্ড

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে অবৈধ ভাবে রাসয়নিক সার বিক্রি করায় এক প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত অর্থদণ্ড দিয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা দুপুর সাড়ে ৩ টায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছা এ অর্থদন্ডাদেশ দেন। এ সময় একটি মামলার মাধ্যমে ৫ হাজার টাকা আদায় করা হয়। সেই সাথে দোষী ব্যাক্তিকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় চিতলমারী উপ-সহকারি কৃষি কর্মকর্তা শংকর মজুমদার ও সরোজ কুমার বাগচী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছা জানান, সরকারি নির্দেশ অমান্য করে বিনা লাইসেন্সে রাসয়নিক সার বিক্রি করায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে কৃষি বিপনন আইন-২০১৮ সালের ১৯ ধারা মোতাবেক চিতলমারী সদর ইউনিয়নের সাবোখালী গ্রামের মেসার্স মহুয়া এন্টারপ্রাইজের মালিক মৃত্যুঞ্জয় বিশ্বাসের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!