চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অভিযোগে ৫ জনকে ৫২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে র্যাব। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫ টা থেকে রাত ৮ পর্যন্ত রূপসা উপজেলার জাবুসা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের এ অর্থদন্ড দেওয়া হয়। এ সময়ে র্যাবের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সোমবার র্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রূপসা উপজেলার জাবুসা মধ্যপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি যোগসাজেশে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে। এমন সংবদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে। অপদ্রব্য পুশ করার অভিযোগে র্যাব আলাউদ্দিন গাজীকে ৫ হাজার টাকা,, সালমা বেগমকে ৩৫ হাজার টাকা, মো: রানা কে ৫ হাজার টাকা, মো: মামুনকে ৩ হাজার টাকা, মো: বাবু শেখকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অপদ্রব্য পুশ করা ১শ’ কেজি চিংড়ি মাছ, জেলী পাউডার, জেলী ও অপদ্রব্য পুশ করার কাজে ব্যবহৃত সরঞ্জামদি জব্দ করে তা ধ্বংস করা হয়।
খুলনা গেজেট/এসজেড