খুলনার কয়রায় চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অভিযোগে ২ জনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার ১ নং কয়রা গ্রামের পায়রাতলার আইট এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় তাদের নিকট থেকে অপদ্রব্য পুশ করা ৯৫ কেজি চিংড়ি জব্দ করা হয়।
জরিমানা প্রাপ্ত ২ জন হলেন, ১ নং কয়রা গ্রামের আবু মুসা ও মেহেদী হাসান।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল হক বলেন, অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় পূর্বক তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং জব্দকৃত ৯৫ কেজি বাগদা চিংড়ি জনসম্মুখে মাটিতে পুতে বিনষ্ট হয়। তিনি আরও বলেন মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/ এসজেড