খুলনার দাকোপে চালনা পৌরসভায় মশার উপদ্রব বৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে। দিনে দিনেই বেড়ে চলচ্ছে মশার উপদ্রব। এ থেকে রক্ষা পেতে পৌরসভার ৭ ও ৯ নং ওয়াডের কমিশনারদের” স্প্রে ” করতে দেখা গেছে। কিন্ত পৌরসভার প্রাণকেন্দ্র যেটা চালনা বাজার সহ দাকোপ উপজেলা সদর এলাকা ( ৫, ৬, ৮) নং ওয়াডের মশানিধনের কোন কার্ষক্রম গ্রহণ করা হয়নি।
সরেজমিনে ঘুরে খোঁজ খবর নিয়ে জানা যায়, চালনা পৌরসভার চায়ের দোকানে মুদি, কাপড়সহ বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তাঁরা বলেন, যে কোন সময়ে একটু বর্ষা হলেই, বা না, হলেও , সারাদিন ধরে মশার উপদ্রব বেড়েই চলেছে। কেউ, কেউ,মশার কোয়েল সারাক্ষণ পুড়িয়ে চলেও কোনক্রমে থাম ছেনা মশার উপদ্রব। ফলে এ সকল ব্যবসায়িকদের দোকানে কোন কাষ্টমার এলে না, বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেনাবেচা করছে। এক মাত্র মশার উপদ্রব থেকে নিজেকে রক্ষা করতে এমনভাবে চলতে হছে এ সকলদের। আবার আনেক কাষ্টমারকে চায়ে দোকানে বসে হাত, পা, সবসময় নাড়া চড়াও করতে দেখা গেছে। চোখ,কান,ও মুখের উপর সাবক্ষণিক হাত নাড়াতে দেখা গেছে।
মশার উপদ্রব থেকে পৌরসভাবাসীকে রক্ষা করতে কোন পদক্ষেপ নিতে কি ব্যাবস্হা গ্রহণ করা হয়েছে। এমন প্রশ্নের উওরে চালনা পৌরসভার প্যানেল মেয়র ও ৯নং ওয়াডের কাউন্সিল শেখ মেহেদী হাসান বুলবুল এ প্রতিবেদক কে বলেন, ৮ ই জুলাই শনিবার আমারা পৌরসভা থেকে, প্রথমে কাজ শুরু করেছি ৭ ও ৯ নংওয়াডে। পর্ষায়ক্রমেই প্রতিটি ওয়াডে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করা হবে।
খুলনা গেজেট/কেডি