যশোর সদর উপজেলার বোলপুর গ্রামে শংকর বিশ্বাস নামে এক প্রবাসীকে ছুরিকাঘাতের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শংকর বিশ্বাস ওই গ্রামের মনিন্দ্র বিশ্বাসের ছেলে।
মামলার আসামিরা হলো, নওদা গ্রামের আব্দুর রহমানের ছেলে ফিরোজ হোসেন, ইমদাদুল হকের ছেলে রাফি, একই গ্রামের মাহিদ ওরফে ব্লেড এবং মুকুল হোসেন।
মামলায় শংকর উল্লেখ করেছেন, তিনি নওদা গ্রামে তার সাড়ে তিন শতক জমি ইকবাল হোসেন নামে একজনের কাছে বিক্রি করেন। এ খবর জানতে পেরে আসামি রাফি সকল আসামিকে ফোন করে জানায়। এরপর তার কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করা হয়। গত ৩১ জানুয়ারি সকাল ৯টার দিকে তিনি নওদা গ্রামের তবির চায়ের দোকানের সামনে যান। এসময় আসামিরা ষ তাকে দোকানের পেছনে ডেকে নিয়ে যায়। তার কাছে চাঁদা টাকা দাবি করলে তিনি দিতে অস্বীকার করেন। সে সময় আসামি ব্লেড একটি ছুরি দিয়ে তার মাথার পিছনে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে এক সপ্তাহের মধ্যে টাকা দেয়ার হুমকি দিয়ে তারা চলে যায়। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেন।
আদালতের নির্দেশে বুধবার কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।
খুলনা গেজেট/ টিএ