খুলনার পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক চা দোকানীর বিরুদ্ধে গরম পানি ছুড়ে দিনমজুর পরান সাধু (৪৩) নামের এক ক্রেতার মুখমন্ডল ও শরীরের একাংশ ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১০ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার বোয়ালিয়া সাধু পাড়া সার্বজনীন পূজা মন্দির সংলগ্ন সুদাম দাশের চায়ের দোকানে ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী পরান সাধু ওই এলাকার মৃত দুলাল সাধুর ছেলে।
খবর পেয়ে ওই রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত চা দোকানি সুদাম দাশ পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানাযায়, পরান সাধু শনিবার রাত ৮ টার দিকে জনৈক সুদাম দাশের দোকান থেকে চা পান করে একটি পান দেওয়ার জন্য বলেন। এর কিছুক্ষণ পেরিয়ে গেলেও অভিযুক্ত চা দোকানি অন্যদের চা বানাতে ব্যস্ত থাকেন। এসময় ভুক্তভোগী দিনমজুর পরান ওই দোকানির পরিহিত লুঙ্গি ধরে টান দিয়ে পুনরায় তাকে একটি পান দেওয়ার জন্য বলেন। তাৎক্ষণিক এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দোকানি সুদাম দাশ তাকে কেতলির গরম পানি ছুড়ে মারেন।
এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ওই ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার পর ভুক্তভোগী পরান সাধু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খুলনা গেজেট/ টি আই