নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের রান ৫৬ হতেই ৪ উইকেট হারায় টাইগাররা। ইনিংসের প্রথম বলে উইকেট বিলিয়ে দেন লিটন দাস। এরপর ছন্দ ফেরার আশা দিয়ে তানজিদ তামিম (১৬) ও মেহেদী মিরাজ (৩০) আউট হন। চারে নেমে রান করতে পারেননি নাজমুল শান্তও (৭)। পরে সেট হয়ে ফিরেছেন সাকিব ও মুশফিক।
বাংলাদেশ ৩৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। তার সঙ্গী তাসকিন। এর আগে সাকিব ৪০ রান করে ফিরেছেন। মুশফিক বোল্ড হয়েছেন ৬৬ রান করে। চারটি চার ও দুটি ছক্কা মেরেছেন তিনি। তাওহীদ হৃদয় ফিরেছেন ১৩ রান করে।
চেন্নাইয়ে এই ম্যাচে দুই দলের একাদশেই পরিবর্তন এসেছে। বাংলাদেশের একাদশে শেখ মাহেদীর পরিবর্তে মাহমুদউল্লাহ রিয়াদ জায়গা পেয়েছেন। পেস বোলিং বিভাগে মতোই তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম জায়গা পেয়েছেন। চেন্নাইয়ের উইকেটে বাড়তি স্পিনার নেয়নি বাংলাদেশ।
অন্যদিকে বাংলাদেশ ম্যাচ দিয়ে ছয় মাসের ইনজুরি কাটিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরেছেন কেন উইলিয়ামসন। তাকে জায়গা করে দিয়েছেন উইল ইয়াং।
খুলনা গেজেট/ টিএ