খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত
  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

‘চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক কর্মশালা আজ (বুধবার) সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিতে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান ও সহযোগী অধ্যাপক মামুন অর রশিদ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রথম শিল্পবিপ্লব ১৭৮৪ সাল বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার, দ্বিতীয় শিল্পবিপ্লব ১৮৭০ সাল বিদ্যুতের আবিষ্কার ও তৃতীয় শিল্পবিপ্লব ১৯৬৯ সাল ইন্টারনেটের আবিষ্কার। চতুর্থ শিল্পবিপ্লব আগের তিনটি শিল্পবিপ্লবকে ছাড়িয়ে যাবে। বর্তমানে চতুর্থ শিল্পবিপ্লব হিসেবে ডিজিটালাইজেশন আমাদের কাজের সকল ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে। চতুর্থ শিল্পবিপ্লবের ছোঁয়ায় পৃথিবী বদলে যাচ্ছে।

অতিরিরা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশের জনগণ ডিজিটালাইজেশনের সুফল পাচ্ছেন। ভবিষ্যতে সকল কাজ অনলাইনভিত্তিক হবে। আগামীর প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। চতুর্থ শিল্প বিপ্লবের সুফল পেতে সরকার দেশে হাইটেক পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে সরকারি-বেসরকারি উভয় খাতকেই সমানভাবে গুরুত্ব দেয়া হচ্ছে।

খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সারা মনামী হোসেন ও খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহযোগিতায় বিভাগীয় জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন। কর্মশালায় অংশ গ্রহণকারীরা চতুর্থ শিল্পবিপ্লব সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!