খুলনা, বাংলাদেশ | ২২ মাঘ, ১৪৩১ | ৫ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : ফাঁসির ৯ জনসহ সব আসামি খালাস
  গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৩
  পোশাক কর্মী রুবেল হত্যা : সাবেক আইজিপি মামুনসহ ৩ জনকে গ্রেপ্তার দেখালেন আদালত

গভঃ ল্যাবরেটরী হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক

খানজাহাআলী থানার তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত গভঃ ল্যাবরেটরি হাইস্কুলের ৫৯ তম বার্ষিক ক্রীড়া ও সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।  মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত অবধি প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯ টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে  প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও  মানব সম্পদ ব্যবস্থাপনা) এবং অতিরিক্ত জেলা প্রশাসক( এল এ) নূরুল হাই মোহাম্মদ আনাছ। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে  উপস্থিত  ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সন্তোষ কুমার ঢালী,  দূর্গেশ কুমার হালদার,  মুন্সী ছালাহউদ্দিন জুন্নুর,  মোছাঃ খালেদা খানম এবং ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মনিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা এবং সভাপতিত্ব করেন  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ। উপস্থিত ছিলেন ৫৯ তম বার্ষিক ক্রীড়া ও সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর উদযাপন কমিটির  আহবায়ক ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  সহকারী প্রধান শিক্ষক শামীমা হক। ক্রীড়া  প্রতিযোগিতা ও অনুষ্ঠান পরিচালনার সার্বিক  দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম জহুরুল ইসলাম, এস এম সাইফুজ্জামান, অরবিন্দ হালদার, নবকুমার রায়, রিক্তা রানী রায়, এস এম তৈমুর রেজা, মোঃ সামছুর রহমান।  উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন  বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তফা যুবাইর আলম ও শারাফুল ইসলাম।

বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠানের দ্বিতীয় ও সমাপণী  অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল, খুলনার পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস আর রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শামছুল হক। অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রতিভা সাহা, সাইফুল্লাহ তারেক, ফারহানা ইয়াসমিন, আঞ্জুমানারা, খান তানয়ীম আফরোজ, সাব্বির মাহমুদ জোয়াদ্দার, লিপি খাতুন, অভিষেক মজুমদার, মুক্তা মন্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, অভিভাবকসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানের ২য় পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর বিভিন্ন ধরনের আকর্ষণীয় ডিসপ্লে পরিবেশিত হয়।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!