খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর
  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
  শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেপ্তার
  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

গণতন্ত্রের চর্চাকেন্দ্র রোটারি : ইকবাল সোবহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, যশোর

প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, গণতন্ত্রের চর্চাকেন্দ্র রোটারি ইন্টারন্যাশনাল। এখানে এক বছরের বেশি কেউ সভাপতি থাকতে পারেন না। কারণ রোটারি ক্লাবই গণতন্ত্রের চর্চা পৃথিবী জুড়ে শিখিয়ে যাচ্ছে। নেতৃত্বের এ জাতীয় চর্চা আর কোথাও দেখা যায় না। এ জন্যই অন্যান্য সংগঠনের চেয়ে রোটারিতে সামাজিক মানুষ বেশি গড়ে ওঠে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার দুপুরে রোটারি ক্লাব অব যশোর সেন্ট্রালের ২১তম অভিষেক অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজনে প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা।

বিশেষ অতিথি ছিলেন রোটরি ইন্টারন্যাশনাল-৩২৮১ বাংলাদেশের ডিস্ট্রিক গভর্ণর ইঞ্জিনিয়ার এমএ ওহাব। সম্মানিত অতিথি ছিলেন সাবেক ডিস্ট্রিক গভর্ণর (২০১৯-২০) এম. খায়রুল আলম, ২০২০-২১ এর গভর্ণর এম. রুবায়েত হোসেন ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন ।

বক্তৃতা করেন গভর্নরের উপদেষ্টা পিপি এজেডএম সালেক, এডিশনাল গভর্নর পিপি জাহিদ হাসান টুকুন, ডেপুটি গভর্ণর বাবুল কুমার কুরি, অ্যাসিসটেন্ট গভর্ণর একিউএম ফিরোজ আক্তার, ক্লাব উপদেষ্টা পিপি শফিয়ার রহমান মল্লিক, ফজলে রাব্বী মোপাসা, ডিস্ট্রিক সেক্রেটারি পিপি গিয়াস উদ্দিন খান ডালু, আইপিপি মনির হোসেন, আগামী বছরের সভাপতি জাকির হোসেন রিপন প্রমুখ। প্রোগ্রামের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন পিপি খায়রুল কবীর চঞ্চল। সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব যশোর সেন্ট্রালের সভাপতি সোলায়মান মহি সবুজ।

পরে দু’জন কর্মজীবী নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!