খুলনা, বাংলাদেশ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ২৮ এপ্রিল, ২০২৪

Breaking News

  যশোরে গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু
  বান্দরবানের রুমা থানচি সীমান্তবর্তী এলাকায় দু’টি মরদেহ উদ্ধার
  দেশে আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি : আবহাওয়া অধিদপ্তর
  দুই আইনজীবির আদালত অবমাননার শুনানি পিছিয়ে ৩০ জুন : আপিল বিভাগ
  নির্বাচনে বিদেশি শক্তির প্রভাব অনুভব করেনি আওয়ামী লীগ : কাদের
শহীদ নূর হোসেন দিবসে যুবলীগের আলোচনা

গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আ’লীগ সর্বদা বদ্ধপরিকর : খালেক

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন, গণতন্ত্র রক্ষা ও নাগরিকদের অধিকার রক্ষায় আওয়ামী লীগ সর্বদা বদ্ধ পরিকর। ৮৭ সালে এরশাদ বিরোধী আন্দোলনে নিহত নূর হোসেনরা আমাদের গর্ব। তারাই দেখিয়েছে এদেশের গণতন্ত্র রক্ষা ও মানুষের অধিকার রক্ষায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকের ধারন করে শেখ হাসিনার নেতৃত্বে কিভাবে দূর্বার আন্দোলন গড়ে তোলা যায়। দলের প্রতি, দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা না থাকলে এভাবে বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়া যায় না। নতুন প্রজন্মকে শহীদ নূর হোসেন সম্পর্কে জানতে হবে। তার আদর্শকে বুকে ধারন করতে হবে।

তিনি বুধবার বাগ মাগরিব দলীয় কার্যালয়ে নগর যুবলীগ আয়োজিত শহীদ নূর হোসেন দিবস এর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার সভাপতি সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, আকিল উদ্দিন, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজি ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, মোঃ আবুল হোসেন, সওকত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, মোস্তফা শিকদার, রাশেদুজ্জামান রাশেদ, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মিলন, আব্দুল মালেক, আরীফুল ইসলাম আরীফ, রবিউল ইসলাম লিটন, ইলিয়াস হোসেন লাবু, ইমরুল ইসলাম রিপন, আসাদুজ্জামান শাহিন, মোস্তঈন বিন ইদ্রিস চঞ্চল, বাদল সিপাহী, লাবু আহমেদ, ইব্রাহিম হোসেন তপু, জামিল আহমেদ সোহাগ, জিহাদুল ইসলাম জিহাদ, মহিদুল হক শান্ত প্রমূখ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!