ছাত্রলীগের ইতিহাস বাঙ্গালী জাতির ঐতিহ্যর ধারক ও বাহক এ কথা উল্লেখ করে খুলনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলছেন,বিতর্কের উর্দ্ধে থেকে ছাত্রলীগের কমিটি করতে হবে। বিতর্কদের বাদ দিয়ে প্রকৃত ছাত্রদেরকে দিয়ে ছাত্রলীগের রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে। শৃংখলা মেনেই সংগঠন চলবে এর কোন বত্যায় ঘটলে তারবিরুদ্ধে অচিরেই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন প্রকারের বিতর্কিত কমিটিকে বরদাস্ত করা হবে না। সংগঠন সংগঠনের নিয়মেই চলবে। কোন ব্যক্তির নিদ্দেশে চলবে না। গঠনতন্ত্র মোতাবেক ছাত্রলীগ সুসংগঠিত হতে হবে। আগামী দিন গুলোতে প্রবীন নেতৃবৃন্দর দেওয়া দিক নিদ্দেশনা মেনে চলার আহবান জানানো হয়েছে।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টায় দাকোপ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ কথা বলেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়সাল শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন সরদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক বিরোধী দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম সালাম,এ্যাড. নিমাই রায়, রফিকুর রহমান রিপন,কামরুজ্জামান জামাল,দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন,সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়,জেলা আওয়ামী লীগের সাইদুজ্জামান সম্রাট,রকিবুল ইসলাম লাবু,মনোরঞ্জন মন্ডল,নান্টু রায়, বুলু রানী গাঙ্গুলী,শিউলি সরোয়ার,ইউপি চেয়ারম্যান সরোজিত রায়, সমরেশ ঘরামী, ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের,পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল,জেলা যুবলীগের জামিল খান,সরদার জাকির হোসেন, মাহফুজুর রহমান সোহাগ, জয়ন্তী রানী সরদার জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন ইমু, রাফেল হোসেন বাবু, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, ইউপি চেয়ারম্যান সুদেব রায়, যুবলীগনেতা জাহিদুর রহমান মিল্টন, রতন কুমার মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আজগর হোসেন বাপ্পি, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রিগান সরদার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহুল রায় প্রমুখ।
খুলনা গেজেট/এ হোসেন